ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি মনসুর, সম্পাদক ফয়জুল্লাহ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জুলাই ২৬, ২০১৭
শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি মনসুর, সম্পাদক ফয়জুল্লাহ আব্দুল্লাহ আল মনসুর ও ফয়জুল্লাহ ওয়াসিফ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে আব্দুল্লাহ আল মনসুর (কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক পদে ফয়জুল্লাহ ওয়াসিফ (দ্য ডেইলি সান) নির্বাচিত হয়েছেন। ২০১৭-১৮ সেশনের জন্য তারা নির্বাচিত হলেন।

বুধবার (২৬ জুলাই) দুপুরে নিবার্চনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জাহিদ হাসান (ঢাকা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ সায়েম (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), কোষাধ্যক্ষ রিফাত আল মামুন (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক জিয়াউল ইসলাম (দৈনিক আমাদের সময়) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সরদার আব্বাস আলী (ডেইলি অবজারভার), জুনেদ আহমদ (ভোরের কাগজ) ও সাফকাত মঞ্জুর (সবুজ সিলেট) নির্বাচিত হয়েছেন।

নিবার্চন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রক্টর সামিউল ইসলাম  এবং সহকারী অধ্যাপক ড. কানিজ ফাতেমা ফেরদৌসী।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।