ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিকেএসপি-জাবি পুনর্মিলনী ৪ আগস্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
বিকেএসপি-জাবি পুনর্মিলনী ৪ আগস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ঐতিহ্যের খোঁজে আপন ডাকে মেলবো পাখা ঝাঁকে
ঝাঁকে’ স্লোগানে বিকেএসপিতে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুনর্মিলনীর অনুষ্ঠান সমন্বয়ক মাসুদ কায়সার মুকুল।

সরাসরি কিংবা বিকাশের মাধ্যমে ইচ্ছুকরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

আগামী ১ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। ইতোমধ্যে ৪০ জন রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনের জন্য মো. মাসুদ কায়সার মুকুলের (০১৭১০৩২৪৮৯০) সঙ্গে যোগাযোগ করা যাবে।

অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে, স্মৃতিচারণ, ক্যাম্পাস পরিদর্শন, অতিথিদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়, প্রীতি ম্যাচ, ফান গেমস, র্যাফেল ড্র।

সংবাদ সম্মেলনে বিকেএসপির সাবেক ছাত্র সোহরাব উদ্দিন সৌরভ, এস এম সাদাৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।