ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির প্রশাসনিক ভবন অবরোধ, আলোচনা চলছে

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
জাবির প্রশাসনিক ভবন অবরোধ, আলোচনা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের দায়ের করা  মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করেন।

এ বিষয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, আমরা মামলা প্রত্যাহারের দাবিতে সকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আমাদের আশ্বস্ত করেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রশাসনিক ব্যক্তিদের নিয়ে মিটিং বসেছেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখবো।

গত ২৭ মে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার দাবিতে
আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ঘেরাও ও ভাংচুর করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ৫৪জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।