ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবার রাবির জনসংযোগ প্রশাসকের পদত্যাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এবার রাবির জনসংযোগ প্রশাসকের পদত্যাগ অধ্যাপক মশিহুর রহমান

রাবি:  রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করলেন জনসংযোগ দফতরের
প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান। 

রোববার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর কাছে তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

মশিহুর রহমান বাংলানিউজকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।

বাকিটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ মার্চ জনসংযোগ দফতরের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান।

গত ৭ মে উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহান নিয়োগ পাওয়ার পরদিন ৮ মে পদত্যাগপত্র দেন রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক। পরে ৩
আগস্ট পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আসাবুল হক পদত্যাগ করেন। সর্বশেষ ৬ আগস্ট পদত্যাগ করেন প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান। এসব পদে নতুন তিনজনকে দায়িত্ব দিয়েছেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ