ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে জবিতে কনসার্ট

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে জবিতে কনসার্ট বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে জবিতে কনসার্ট

জবি: দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে জবিতে কনসার্টের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র ইউনিয়ন।

বুধবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় ‘ত্রাণ সংগ্রহে বন্যার্তদের জন্য গান’ শীর্ষক এ কনসার্ট জবি টিএসসি’তে শুরু হয়।

এ সময় আয়োজকরা জানান, অনুষ্ঠানটি বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

যেখানে সংগীত পরিবেশন করবে ব্যান্ডদল ‘মাদল’, ব্যান্ডদল ‘মানব’, ব্যান্ডদল ‘অভিকর্ষ’, ব্যান্ডদল ‘মনের মানুষ’সহ ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিল্পীরা।

এ বিষয়ে জানতে চাইলে জবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন বাংলানিউজকে বলেন, ‘আমি আমার সংগঠনসহ যারা আমাদের এ অনুষ্ঠানটিতে সহযোগিতা করছে তাদের একটাই উদ্দেশ্য বন্যার্তদের পাশে দাঁড়ানো। দুর্যোগের এমন অবস্থায় তাদের জন্য কিছু করা। বিভিন্ন  জায়গা থেকে এখানে ভালো ভালো ব্যান্ডদল গান গাইবে।

তিনি বলেন ‘আশা করি মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টায় আমরা কাজ করছি , সে প্রচেষ্টা সফল করতে সবাই আমাদের পাশে থাকবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ডিআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ