ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ঈদের ছুটি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
গণ বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ঈদের ছুটি শুরু গণবি, ছবি: বাংলানিউজ

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): ঈদুল আযহা উপলক্ষে ৩০ আগস্ট (বুধবার) থেকে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হবে।

একাডেমিক ক্যালেন্ডারে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ঈদুল আযহা উপলক্ষে আগামী ৩০ আগস্ট (বুধবার) থেকে ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস, পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ৯ তারিখ (শনিবার) থেকে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

এছাড়াও ছুটির ঘোষণা অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর (শনিবার) থেকে ০৪ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার পর ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে যথারীতি প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ