ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

খাগড়াছড়িতে মোটরসাইকেল র‌্যালি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৮, আগস্ট ২৬, ২০১৭
খাগড়াছড়িতে মোটরসাইকেল র‌্যালি  খাগড়াছড়িতে মোটরসাইকেল র‌্যালি 

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী উৎসব উপলক্ষে মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের মাঠ থেকে মোটরসাইকেল র‌্যালির শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
 
এসময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, সদস্য সচিব শ্রীলা তালুকদার প্রমুখ।


 
পরে প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল মাঠে এসে শেষ হয়।
 
আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পুনর্মিলনী উৎসব।
 
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।