ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু ২০ সেপ্টেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
বেরোবিতে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু ২০ সেপ্টেম্বর

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২৬-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

রোববার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান।

ভর্তি পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি আকারে দ্রুতই পত্রিকায় প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে ভর্তি কমিটির বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে www.brur.ac.bd অথবা
www.admission.brur.ac.bd পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ