ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যাদুর্গত শিক্ষার্থীদের পুনর্বাসন দাবি ছাত্রফ্রন্টের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
বন্যাদুর্গত শিক্ষার্থীদের পুনর্বাসন দাবি ছাত্রফ্রন্টের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা: বন্যাদুর্গত শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষায় যথাযথ ভূমিকা পালনের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

রবিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি জানায় তারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার, সুস্মিতা সুপ্তি, ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, ফাইজুল হক নিশানসহ অন্য নেতারা।

  

বক্তারা বলেন, এবারের বন্যায় ৭৫ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৫০ জন মানুষ মারা গেছে। লাখ লাখ গরিব মানুষ তাদের নিজেদের বাড়িঘর থেকে উচ্ছেদ হয়ে পানির উপর মাচা তুলে বা নৌকায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। সরকারি হিসাবে পাঁচ লাখেরও বেশি ঘরবাড়ি নষ্ট হয়েছে। শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন ফের কঠিন হয়ে পড়েছে। চার হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। অনেক স্কুল কলেজ বন্যায় ভেসে গেছে। কয়েক লক্ষ শিক্ষার্থীর বই-খাতা-কলমসহ শিক্ষা উপকরণ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের শিক্ষাজীবন আজ হুমকির মুখে।

এ রকম ভয়াবহ দুর্যোগেও সরকার যথাযথ ভূমিকা পালন করতে পারেনি উল্লেখ করে বক্তারা আরও বলেন, ত্রাণ সরবরাহ ও পুনর্বাসন প্রচেষ্টা নিতান্ত দুর্বল। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়নি। একইভাবে এসব অঞ্চলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ শঙ্কার মুখে পতিত হয়েছে। তাই বন্যাদুর্গত এই শিক্ষার্থীদের অন্তত এক বছরের বেতন-ফি মওকুফ করতে হবে, বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান পুনঃনির্মাণ ও সংস্কার করতে হবে।

এ সময় সংগঠনটির তিন সদস্যবিশিষ্ট একটি দল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নিকট স্মারকলিপি প্রদান করে।       

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এমএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ