ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চাঁদপুরে পদকপ্রাপ্ত ৬ কর্মকর্তার সম্মানির টাকায় বৃত্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
চাঁদপুরে পদকপ্রাপ্ত ৬ কর্মকর্তার সম্মানির টাকায় বৃত্তি চাঁদপুরে পদকপ্রাপ্ত ৬ কর্মকর্তার সম্মানির টাকায় বৃত্তি

চাঁদপুর: জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুরের ছয় কর্মকর্তা তাদের পদকের সঙ্গে পাওয়া সম্মানির টাকা জেলা প্রশাসকের শিক্ষা বৃত্তি তহবিলে প্রদান করেছেন।

বুধবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা ব্র্যান্ডিং কমিটির সভায় জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা সম্মানির চার লাখ ২০ হাজার টাকা অনুদান হিসেবে দেন।  

জেলা প্রশাসকের শিক্ষা তহবিলের টাকা দিয়ে বর্তমানে একজন মেডিকেল ও তিনজন জেনারেল কলেজের শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হচ্ছে।

ছয় কর্মকর্তার দেয়া অনুদানের টাকায় আরো দুই দরিদ্র ও মেধাবী মেডিকেল শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।  

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল বলেন, ২০ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসক বরাবর দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির জন্য আবেদন করতে হবে। তাদের মধ্যে দু’জনকে পরের মাস থেকেই তাদেরকে বৃত্তি দেয়া হবে।

এ সভায় আগের বারের চাঁদপুর জেলা ব্র্যান্ডিং সভার কার্যবিবরণী পাঠ করেন স্থানীয় সরকার বিভাগ চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই। সভায় ব্র্যান্ডিং নিয়ে পরিকল্পিত কাজের অগ্রগতি এবং দৃশ্যমান বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ব্র্যান্ডিং কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ