ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
রুয়েটের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর

রাজশাহী:  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস শুক্রবার (১ সেপ্টেম্বর)। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রুয়েট প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মর্তুজা বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে রুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান শুরু হবে।

 

দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ। এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের স্মরণে তাদের কবরে পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হবে। সকাল পৌনে ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।  

পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় এবার বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ