ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিয়ম মেনেই ঢাবি উপাচার্যের নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
নিয়ম মেনেই ঢাবি উপাচার্যের নিয়োগ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নিয়োগ রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়ম মেনেই হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, রাষ্ট্রপতি তার নিজস্ব ক্ষমতাবলে এ নিয়োগ দিতে পারেন।

নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। তবে, আইনি প্রক্রিয়া মেনে সাময়িকভাবে ভিসি নিয়োগ দিয়েছেন। সংবিধানেই রাষ্ট্রপতিকে এ ক্ষমতা দিয়েছে। তিনি ভারপ্রাপ্ত ভিসি নিয়োগ দেননি, একজন উপ-উপাচার্যকে সাময়িকভাবে ভিসি নিয়োগ দিয়েছেন। এতে আইনের ব্যত্যয় ঘটেনি। রাষ্ট্রপতি এটি করতে পারেন।

এরআগে সোমবার (০৪ সেপ্টেম্বর) ঢাবির বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গত ২৪ আগস্ট বর্তমান উপাচার্য আরেফিন সিদ্দিকের মেয়ার শেষ হয়। উপাচার্য নির্ধারণের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন থাকায় আখতারুজ্জামানকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
কেজেড/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ