ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে বিএড ও লাইব্রেরি সায়েন্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
ইবিতে বিএড ও লাইব্রেরি সায়েন্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) অধীনে ব্যাচেলর অব এডুককেশন (বিএড) এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলীর তত্ত্বাবধানে শুক্রবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর বিএড কোর্সের অধীনে ৭৫টি আসনের বিপরীতে ৮৪ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্স ৫০টি আসনের বিপরীতে ১৬৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।