সোমবার (০৪ মার্চ) রাজধানীর নিকুঞ্জে আমেরিকান তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান কাজী আইটির সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বেরোবি ভিসি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন।
ড. কলিমউল্লাহ নিজের দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষকদের যোগ্যতার ঘাটতি রয়েছে। শিক্ষা জীবনে সঠিক দিক-নির্দেশনা না পাওয়াই এর জন্য দায়ী। শিক্ষকদের নিজেদের প্রশিক্ষিত করার উপরও জোর দেন তিনি।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগেও বড় অংকের টাকার লেনদেন হচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়।
এসময় কাজী আইটির সিইও মাইক কাজী বলেন, গেলো নয় বছর ধরে বাংলাদেশে কাজ করছেন তারা। তবে এখনও যোগ্য কর্মী পেতে বেগ পেতে হয় তাদের। ১০০ জন পরীক্ষা দিলে তার মধ্যে ৯০ জনই ইংরেজিতে দক্ষ নয় বলেও মন্তব্য করেন মাইক কাজী।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর উচিত বছরে ৩ থেকে ৪ বার আইটি ইন্ডাস্ট্রি নিয়ে সেমিনারের আয়োজন করা।
বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের অন্যতম আগ্রহের বিষয় হয়ে উঠছে আইটিখাত উল্লেখ্য করেন মাইক কাজী বলেন, শিক্ষা ব্যবস্থায় আইটিখাত নিয়ে কোর্স চালু করা প্রয়োজন।
অনুষ্ঠানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং কাজী আইটির সিইও মাইক কাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসই/এমজেএফ