ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামের ইংরেজি বানান অপরিবর্তিত

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামের ইংরেজি বানান অপরিবর্তিত

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কু্বি) ইংরেজি বানান ‘Comilla University’- অপরিবর্তিত থাকছে। বুধবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৩তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন- ২০০৬ এর ধারা ৩(১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম Comilla University হিসেবে অপরিবর্তিত থাকবে মর্মে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সিন্ডিকেটের ৭২তম সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। সিন্ডিকেটের ৭৩তম সভায় সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম ‘Comilla University’ হিসেবে ব্যবহৃত হবে।

তবে ভবিষ্যতে পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিন্ডিকেটের ৭৩তম সিদ্ধান্তের ফলে এ বছরের ৫ মার্চে স্মারক নং- কু.বি./সি.স.সি. ও বাস্ত-২০৪/২০১০/১৭০৪ মর্মে জারিকরা আদেশ রহিত করা হলো।

গত বছরের ২ এপ্রিল বাংলাদেশ সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৫তম সভায় কুমিল্লা জেলার ইংরেজি বানান (Comilla) পরিবর্তন করে (Cumilla) করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বানান পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ