ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শাহবাগে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শাহবাগে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল বেলা ১১টা ৫০ মিনিটে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

এর আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে জড়ো হয়।

এ সময় তারা অধিভুক্তি বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় বন্ধ হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে।

ঢাবি শিক্ষার্থী শাকিল মিয়া বলেন, সাত কলেজ ঢাবি শিক্ষার্থীদের জন্য অভিশাপস্বরূপ। এ অধিভুক্তির কারণে সাত কলেজের শিক্ষার্থীরা যেমন ভোগান্তির মুখে পড়েছেন তেমনি তারাও এর চরম মূল্য দিচ্ছেন। তাই আমরা চাই অবিলম্বে সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হোক।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ