ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৭.৭৪, এগিয়ে মেয়েরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৭.৭৪, এগিয়ে মেয়েরা  কুমিল্লা শিক্ষাবোর্ডের লোগো

কুমিল্লা: কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয় জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বেড়েছে। এবার পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। এদিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেদের পাসের হার ৭৭.১২ শতাংশ এবং মেয়েদের ৭৮.২৭ শতাংশ। 

বুধবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ড এ ফলাফল ঘোষণা করে।

কুমিল্লা বোর্ড সূত্র জানায়, এবারে পাসের হার বিগত চার বছরের তুলনায় বেড়েছে।

এ বোর্ডের তিনটি বিভাগেই পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮.৬৪ শতাংশ, যার মধ্যে ছেলেদের হার ৮৮.৪০ শতাংশ ও মেয়েদের ৮৮.৯০ শতাংশ।  

মানবিক বিভাগে পাসের হার ৭২.৩৫ শতাংশ, যার মধ্যে ছেলেদের পাসের হার ৭০.১১ শতাংশ ও মেয়েদের ৭৩.৫৪ শতাংশ। এ বিভাগেও পাসের হারের দিক থেকে এগিয়ে মেয়েরা।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৬.৯৮ শতাংশ, যার মধ্যে ছেলেদের পাসের হার ৭৫.২২ শতাংশ ও মেয়েদের ৭৯.১৮ শতাংশ। এ বিভাগেও পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

এবার কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৪ হাজার ৩৬০ জন। এর মধ্যে ৪৩ হাজার ২২২ জন ছাত্র ও ৫১ হাজার ১৩৮ জন ছাত্রী। পাস করেছে ৭৩ হাজার ৩৫৮ জন। যার মধ্যে ৩৩ হাজার ৩৩২ জন ছেলে এবং ৪০ হাজার ২৬ জন মেয়ে।

এই বোর্ডে ২০১৮ সালে পাসের হার ছিল ৬৫.৪২ শতাংশ, ২০১৭ সালে ছিল ৪৯.৫২ শতাংশ, ২০১৬ সালে ছিল ৬৪.৪৯ শতাংশ, ২০১৫ সালে পাসের হার ছিল ৫৯. ৮০ এবং ২০১৪ সালে পাসের হার ছিল ৭০.১৪ শতাংশ ।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ