ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পর্যাপ্ত বাসের দাবিতে জাবি শিক্ষার্থীদের অবস্থান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
পর্যাপ্ত বাসের দাবিতে জাবি শিক্ষার্থীদের অবস্থান অবস্থান কর্মসূচিতে জাবি শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): পর্যাপ্ত বাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাবির শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির সময় শিক্ষকদের ঢাকাগামী অন্তত সাতটি বাস আটকে রাখেন তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবস্থানের খবর জানতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদার, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ঘটনাস্থলে উপস্থিত হন।

তারা শিক্ষার্থীদের দাবিগুলো শুনেন। এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, শিক্ষার্থীদের চাপের মুখে আগামী ১০ কার্যদিবসের মধ্যে দুইটি বাস পরিবহন পুলে যুক্ত করার আশ্বাস দিয়েছেন শিক্ষকরা। একই সময়ের মধ্যে বাসের ফ্যান লাইট ঠিক করার আশ্বাসও দেন তারা। তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি তুলে নিয়েছি। তবে, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে আমরা আবারও আন্দোলনে নামবো।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।