ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে ভর্তি আবেদনের চূড়ান্ত তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
জবিতে ভর্তি আবেদনের চূড়ান্ত তালিকা প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীদের মধ্যে থেকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

গত ১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাওয়া জিপিএর ভিত্তিতে ইউনিট ১, ২ ও ৩ এর জন্য বাছাইকৃত ২৫ হাজার আবেদনকারীর এ তালিকা প্রকাশ করা হয়েছে।

মনোনীত আবেদনকারীরা আগামী ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। চূড়ান্ত আবেদনের সুযোগ থাকবে আগামী ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি সংক্রান্ত সব তথ্য http://admission.jnu.ac.bdhttp://admissionjnu.info ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে, বিগত বছরের মতো এবারও তিন ইউনিটে আগামী ১৪ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
কেডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।