ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিসাস’র সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
রাবিসাস’র সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শুরু

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (রাবিসাস) ৫০ বছর পূর্তি উৎসব আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী উৎসবে অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত। 

বুধবার (২৮ আগস্ট) সকালে রাবিসাস সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে http://bit.ly/rabisas2019 এই ঠিকানায়।

নিবন্ধনের জন্য যেকোনো ব্যাংক থেকে নির্ধারিত পরিমাণ নিবন্ধন ফি জমা দিতে হবে ‘রাবিসাস সুবর্ণজয়ন্তী উৎসব’ নামে অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায়। যার সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৩৭৫৭১০৭।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উৎসবে রাবিসাসের বর্তমান-সাবেক সদস্য, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তালিকাভুক্ত প্রগতিশীল শিক্ষক, শুভানুধ্যায়ী, সংস্কৃতিজন, সাবেক গ্রগতিশীল ছাত্রনেতা, সিনিয়র সাংবাদিক, রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। দু’দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজনে থাকবে র্যালি, গণমাধ্যম বিষয়ক কর্মশালা, আলোচনা সভা, মতবিনিময়, সাবেক-বর্তমানদের আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিবন্ধনের জন্য রাবিসাসের সাবেক সদস্যদের নিবন্ধন ফি- নূন্যতম দুই হাজার টাকা (জনপ্রতি), বর্তমান সদস্যদের নিবন্ধন ফি- পাঁচশ’ টাকা, শুভানুধ্যায়ীদের এক হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী- পাঁচশ’ টাকা এবং সাবেক সদস্যদের পরিবারের সদস্যদের জনপ্রতি এক হাজার (সাবেক সদস্যদের নির্ধারিত চাঁদা ব্যতীত)। বিস্তারিত তথ্য জানতে ০১৭৬৭১১৯৯৭১ এই নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাবিসাস ১৯৬৯ সালে গণঅভ্যুথানের প্রেক্ষাপট সামনে রেখে গঠিত দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ছাত্র-সাংবাদিকদের সংগঠন। গত ৫০ বছরে রাবিসাসের সাবেক সদস্যদের অনেকেই হয়েছেন খ্যাতিমান সাংবাদিক, অনেকে দেশ-বিদেশে মিডিয়ার নানা শাখায় গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে কাজ করে যাচ্ছেন, অনেকে প্রশাসনসহ বিভিন্ন স্তরে উচ্চ অবস্থানে থেকে জাতীয় উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছেন। পাশাপাশি বর্তমান সদস্যরা তাদের সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।