ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির আইন প্রশাসক ড. জহুরুল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ইবির আইন প্রশাসক ড. জহুরুল অধ্যাপক ড. জহুরুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ইবি: আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলামকে নতুন আইন প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

সোমবার (০২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি জানান।

অধ্যাপক ড. জহুরুল ইসলাম সদ্য বিদায়ী আইন প্রশাসক অধ্যাপক ড. রেবা মন্ডলের স্থলাভিষিক্ত হন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক আইন প্রশাসক আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডলের দায়িত্বের মেয়াদ শেষ হওয়া পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ পদে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিল।

তবে ড. রেবা মন্ডল সম্প্রতি এ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রশাসন বরাবর একটি আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (০২ সেপ্টেম্বর) তার স্থলে আগামী ১ বছরের জন্য আইন প্রশাসক হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

এর আগেও অধ্যাপক ড. জহুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘন্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।