ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি কর্মচারী ক্লাবে জুয়া খেলার দায়ে ৬ জন কারাগারে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
রাবি কর্মচারী ক্লাবে জুয়া খেলার দায়ে ৬ জন কারাগারে

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মচারী ক্লাবে জুয়ার আসর থেকে আটক ১২ জনের মধ্যে বহিরাগত ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।  

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



গ্রেফতার হওয়া ছয় ব্যক্তি নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।  

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করে মতিহার থানা পুলিশ।

জানা যায়, সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ক্লাবে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ছয়জন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং ছয়জন বহিরাগত। আটক কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুচলেকা নিয়ে ছেড়ে দেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বহিরাগত ৬ জনকে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, প্রক্টর মুচলেকা নিয়ে আটকদের বিশ্ববিদ্যালয়ের ছয় কর্মচারীকে ছেড়ে দিয়েছেন। বহিরাগত ছয়জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।