ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উদয়ন ডেন্টাল কলেজের যুগপূর্তি উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
উদয়ন ডেন্টাল কলেজের যুগপূর্তি উৎসব

রাজশাহী: রাজশাহীতে উদয়ন ডেন্টাল কলেজের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য উৎসব।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় শহীদ কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের প্রধান অতিথিও ছিলেন তিনি।

উদ্বোধন শেষে মেয়রকে উদয়ন ডেন্টাল কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উদয়ন ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওবায়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উদয়ন ডেন্টাল কলেজের চেয়ারম্যান ডা. আনিস মালেক।

অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবুল কাসেম, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাধারণ সম্পাদক ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল, রাজশাহী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক ডা. নাহিদ খুররম চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু।

এর আগে সকালে উদয়ন ডেন্টাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে আরও ছিল সায়েন্টিফিক সেমিনার, গেস্ট টকিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এসএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।