ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

এইচএসসি: গাইবান্ধায় ২ কলেজে সবাই ফেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৭, অক্টোবর ১৭, ২০২৫
এইচএসসি: গাইবান্ধায় ২ কলেজে সবাই ফেল

গাইবান্ধায় দুই কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ফেল করেছে।

জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ থেকে মোট ছয়জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১৩ সালে কলেজে উন্নীত হয়। এবার প্রতিষ্ঠানটি থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। তাদের মধ্যে দুজন অনিয়মিত ছিলেন।

অপরদিকে, সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নেন। গত বছরও এই কলেজে পাসের হার ছিল শূন্য।

কলেজের অফিস সহকারী সাহারা বেগম জানিয়েছেন, শিক্ষার্থী অনিয়মিত হওয়ায় এবং দুই বিষয়ে পরীক্ষা দেওয়ার কারণে ফলাফল শূন্য হয়েছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি এখনও এমপিওভুক্ত নয়। এ কারণে শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী নয়। এবার একাদশ শ্রেণিতে মাত্র সাতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

তবে ঘগোয়া কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান স্বপনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া দুঃখজনক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। সন্তোষজনক জবাব না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।