ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হল-শিক্ষাকার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে ইবি প্রশাসন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
হল-শিক্ষাকার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে ইবি প্রশাসন ছবি: বাংলানিউজ

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চলমান ও ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে অনুষদীয় ডিন, ইনস্টিটিউট অব ইসলামিক অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, প্রক্টর বিভিন্ন পরিচালক ও প্রশাসকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, মতবিনিময় সভায় সরকারি সিদ্ধান্ত এলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও শিক্ষাকার্যক্রম চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উপাচার্য স্যার জানিয়েছেন। সরকারি সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গেই যেন পুরোদমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া যায়, সেজন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ছবি: বাংলানিউজ

সকাল ১১টার দিকে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুম সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, আবাসিক হল প্রভোস্ট, প্রক্টর ও বিভিন্ন দপ্তরের পরিচালকরা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।