ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আর্জেন্টিনার জয়ে জাবিতে ‘সেভেন আপ’ বিতরণ

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
আর্জেন্টিনার জয়ে জাবিতে ‘সেভেন আপ’ বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারানোর কারণে কোমল পানীয় সেভেন আপ বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকরা।

আর্জেন্টিনার জয়ের পর রোববার (১১ জুলাই) দুপুরে এভাবেই উৎসব করেন।

 

এ বিষয়ে আর্জেন্টিনা দলের সমর্থক ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মাহবুব আলম বলেন, ‘ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই ব্রাজিল সাপোর্টাররা নিজেদের চ্যাম্পিয়ন ভাবা শুরু করছিল। এমনকি কেউ কেউ ৪-০ গোলে জিতবে বলেও ঘোষণা দিয়েছিল। তাদের এখনকার অবস্থাটা আমরা বুঝি। তাদের এই নাজুক অবস্থায় আমরা ঠাণ্ডা সেভেন আপ বিতরণ করে সম্প্রীতির পরিচয় দিয়েছি। আমরা আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। ’

আরেক সমর্থক সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিব জামান বলেন, ‘করোনার বিধিনিষেধের কারণে আমরা আনন্দ মিছিল বের করতে পারিনি। তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে ঠাণ্ডা সেভেন আপ বিতরণ করে ব্রাজিল ফ্যানদেরকে ঠাণ্ডা রাখতে এই উদ্যেগ নিয়েছি। যদি বিধিনিষেধ না থাকতো তাহলে আনন্দ মিছিলের স্লোগানে জাবির আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যেত। ’

তবে সেভেন আপ বিতরণ নিয়ে একাধিক ব্রাজিল সমর্থকের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তারা মুখ খুলতে রাজি হননি।

এদিকে জার্মান সমর্থক মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালিদ হোসাইন বাংলানিউজকে বলেন, ‘২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে আমরা ৭-০ গোলে জয় পাই। এটা নিয়ে আমাদের উল্লাস না থাকলেও আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের অন্ত নেই। এখানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি টাইপের একটা অবস্থা। ’

কোপা আমেরিকার ফাইনালে আনহেল দি মারিয়ার করা একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপা জিতল আর্জেন্টিনা। মেসিও পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ