ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইডিয়াল স্কুলের প্রশাসনিক কর্মকর্তার দুর্নীতি তদন্তের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
আইডিয়াল স্কুলের প্রশাসনিক কর্মকর্তার দুর্নীতি তদন্তের নির্দেশ

ঢাকা: মহানগরীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা/উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই তদন্তের নির্দেশনা দেয় বলে মঙ্গলবার (০৩ আগস্ট) মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে তদন্ত করে প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

অপর চিঠিতে দুদককে আতিকুর রহমানের বিরুদ্ধে তদন্ত ককরে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল ইনডিপেনডেন্টে প্রচারিত একটি পর্বের প্রতিবেদনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ সামনে আসে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ