ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে নৌকার নির্বাচনী অফিস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে নৌকার নির্বাচনী অফিস 

কুমিল্লা: জেলার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্মাণ হয়েছে কুমিল্লা-৪ (দেবিদ্বার)  আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের নির্বাচনী প্রচারণার অফিস।  

জানা যায়, ধামতী ইউনিয়নের ১৩৩নং পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে অফিস নির্মাণ করেন নৌকার সমর্থক ও বিদ্যালয় সভাপতি রেজাউল করিম  রাজিব।

 

অফিসটি উদ্বোধন করেন রাজী মোহাম্মদ ফখরুল সমর্থক ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার অফিস নির্মাণে ব্যাপক সমালোচনা চলছে।  

মাঠজুড়ে নির্বাচনী অফিস করায় কোমলমতি শিক্ষার্থীদের নতুন বই উৎসবসহ পাঠ্যক্রমে বাধার আশঙ্কা করছেন স্থানীয়রা।  

উপজেলা রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিতে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে৷

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।