ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মে ২, ২০২৪
উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ভোলা: উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার তিন উপজেলার ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক দেওয়া হয়।

 

দ্বিতীয় ধাপে ভোলা সদর, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দিতা করছেন। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।  

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।  

জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি চলছে। প্রার্থীরা যাতে আচারণবিধি মেনে প্রচারণা করেন, সেদিকে নজরদারি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।