ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দেশকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
দেশকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন শেখ হাসিনা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: ‘গত ১০ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে অন্ধকারের চোরাগলি থেকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন। দেশের মানুষ এখন শান্তিতে ও স্বস্তিতে আছেন।’

বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার আগে সিরাজগঞ্জের কাজিপুরে এক নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কাজিপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি।

এই কাজিপুরে নৌকা কোনোদিনও পরাজিত হয়নি। বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার পরেই শহীদ এম মনসুর আলীর কাজিপুর যুগ যুগ ধরে নৌকার বিজয় হয়েছে। ’

আওয়ামী লীগ ছাড়া দেশে অন্য কোনো সরকার দৃশ্যমান উন্নয়ন করেনি মন্তব্য করে নাসিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করানো হয়েছে। স্বাস্থ্য সেবাখাতের উন্নয়নসহ দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিত করেছেন। ’

বিজয়ের মাস ৩০ ডিসেম্বরের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এতে আরও বক্তব্য রাখেন- মোহাম্মদ নাসিমের সহধর্মিণী লায়লা নাসিম, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীন শাকিল জয়, নাসিমপুত্র তন্ময় মনসুর, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র নিজাম উদ্দিন, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল আর্সালান, যুগ্ম-সম্পাদক ডা. উত্তম কুমার বড়ুয়া, যুবলীগের আলী আসলাম, ছাত্রলীগের রাজু আহমেদ প্রমুখ।

জনসভায় শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিপন তালুকদারের নেতৃত্বে বিএনপি থেকে প্রায় ২০০ নেতাকর্মী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে মোহাম্মদ নাসিমের হাত ধরে আওয়ামী লীগের যোগদান করেন।

এর আগে চালিতাডাঙ্গা ইউনিয়নের বড়শিভাঙ্গা গ্রামে মরহুম তাঁতী মোজাম্মেল হকের বাড়িতে যান নাসিম। তার কবর জিয়ারত করেন এবং তাঁতী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।