ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

‘সন্তান নেওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
‘সন্তান নেওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত’ আলিয়া ভাট

আলিয়া ভাট নায়িকা হিসেবে বলিউডে এক দশক পার করেছেন। কিছু সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

এক কথায় তিনি ক্যারিয়ারের সেরা সময় পার করছেন।  

আলিয়া ভাট গত বছরের ১৪ এপ্রিল প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। এরপর আড়াই মাস আগেই মা হতে যাওয়ার ঘোষণা দেন ২৯ বছর বয়সী আলিয়া। এরপর রণবীরের ঘরণীকে সমালোচনার শিকার হতে হয়।

সমালোচকরা বলেছেন, আলিয়ার ক্যারিয়ার শেষ! ক্যারিয়ারের সেরা সময়ে বিয়ে-সন্তান নেওয়াটা তার ভুল সিদ্ধান্ত।  

দীর্ঘ দিন ধরে এই সমালোচনা চলছিল। অবশেষে এ বিষয়টি নিয়ে মুখ খুললেন ২৯ বছরের নতুন মা।

বম্বে টাইমসের সঙ্গে আলাপকালে অভিনেত্রী আলিয়া ভাট বলেন, ‘জীবনে সঠিক-বেঠিক বলে কিছু নেই। আমার কাছে যেটি কাজ, তা অন্য কারো জন্য কাজ নাও হতে পারে। আমি এমন একজন যে সারাজীবন নিজের হৃদয়ের কথা শুনে এসেছি। আপনি জীবন নিয়ে পরিকল্পনা করতে পারেন না। জীবনেরই একটি পরিকল্পনা রয়েছে, যা আপনাকে অনুসরণ করতে হবে। তা সেটা সিনেমা হোক বা অন্য কিছু। আমি সবসময় আমার হৃদয়ের সিদ্ধান্তকে গ্রহণ করেছি। ক্যারিয়ারের সেরা সময়ে বিয়ে এবং সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কে বলল, বিয়ে ও সন্তানের মা হওয়া আমার ক্যারিয়ার বদলে দেবে? যদি এমন কিছু হয়ও তাতে আমার কিছু যায় আসে না। সন্তান নেওয়ার জন্য জীবনে কখনো অনুশোচনা করব না। আমার জীবনের সেরা সিদ্ধান্ত এটি। এর আগে আমি কখনো এতটা আনন্দিত ও পূর্ণতা বোধ করিনি। ’

বিয়ে-সন্তান নিলেই ক্যারিয়ার শেষ হয়ে যায়, এমন ভাবনার সঙ্গে একমত নন আলিয়া।  

তার ভাষায়, ‘একজন মায়ের কাছে তার প্রতিটি মুহূর্ত ভীষণ অর্থপূর্ণ। একজন অভিনেত্রী হিসেবে নিজের উপর বিশ্বাস আছে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, ভালো অভিনেতা হয়ে থাকেন এবং মানুষ যদি আপনার কাজ পছন্দ করেন; তবে আপনার কাছে কাজের প্রস্তাব আসবেই। আর যদি কাজ না আসে, তাহলে আসবে না! ধরে নিতে হবে, এটি আপনার জন্য ভালো সময় নয়। আমি আমার কাজ ও জীবনের মুল্য বুঝি। আর শক্তভাবে এ দুটো বিষয়ের ব্যালেন্স করতে চাই। মন যা চায় তাই করুন। ’

২০১৮ সালে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।  ৬ নভেম্বর এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। স্বামী-সন্তানকে নিয়ে দারুণ সময় পার করছেন ওই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।