ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে রুনা লায়লার সুরে মেয়ে তানির গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
ঈদে রুনা লায়লার সুরে মেয়ে তানির গান তানি লায়লা-রুনা লায়লা

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সুরে গানে কণ্ঠ দিয়েছেন তার একমাত্র কন্যা তানি লায়লা। গানের শিরোনাম ‘কেন হয়ে গেছি পর’।

গানটি লিখেছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, সংগীতায়োজনে রাজা কাশেফ।

চন্দন রায় চৌধুরীর নির্মাণে ভিডিও চিত্রে মডেল হয়েছেন সাদাফ ও অনন্যা প্রিয়ন্তি। ঈদে গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।

মেয়ের গান শুনে মুগ্ধ মা রুনা লায়লা। তিনি বলেন, ‘মা হিসেবে নয়, একজন শিল্পী ও সুরকার হিসেবে বলতে চাই, তানি খুব ভালো গেয়েছে। মেয়ের জন্য সুর করেছি, এটা আমার জন্য অন্য রকম অনুভূতি। ওর কণ্ঠের সঙ্গে যায় এমন গানই করেছি।

জানা যায়, ছোটবেলা থেকে গান করেন তানি। বিয়ের পর স্বামী আর সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় গানে তেমন সময় দেওয়া হয়নি। সম্প্রতি গানে নিয়মিত হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।