ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

এলো ‘ফাইটার’র টিজার

ধুন্ধুমার অ্যাকশনের মাঝেই হৃতিকের ঠোঁটে ঠোঁট দীপিকার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, ডিসেম্বর ৮, ২০২৩
ধুন্ধুমার অ্যাকশনের মাঝেই হৃতিকের ঠোঁটে ঠোঁট দীপিকার!

উড়ছে বিমান, ফাটছে বোমা, মাঝ আকাশেই ধুন্ধুমার অ্যাকশন। তবে হঠাৎ গল্পে টুইস্ট, সমুদ্রের ধারে হৃতিকের ঠোঁটে ঠোঁট দীপিকার।

মুহূর্তেই দৃশ্যের বদল, হেলিকপ্টার থেকে হাতে জাতীয় পতাকা, মনে দেশপ্রেম নিয়ে হৃতিকের আগমন।

১ মিনিট ১৩ সেকেন্ড দৈঘ্যের টিজারে ঝলকে ধরা পড়ল ‘ফাইটার’ ম্যাজিক। প্রথম ঝলকেই ‘ফাইটার’ বুঝিয়ে দিল, বক্স অফিস কাঁপাতে তৈরি হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুররা!

প্রথম থেকেই দীপিকা ও হৃতিক অভিনীত ‘ফাইটার’ নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা।

‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিন্নি। বিমানবাহিনীর পোশাকে নজর কাড়লেন হৃতিক ও দীপিকা।

শোনা যাচ্ছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালক ‘ফাইটার’ হচ্ছে বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শুটিং হয়েছে।

নির্মাতা সিদ্ধার্থ আনন্দই ছিলেন শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ সিনেমার পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। এখন দেখার অপেক্ষা ‘ফাইটার’ কেমন ব্যবসা করে। ২০২৪ সালের ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।