ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

অনন্ত-রাধিকার বিয়েতে দীপিকার কানে কী বললেন ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
অনন্ত-রাধিকার বিয়েতে দীপিকার কানে কী বললেন ঐশ্বরিয়া?

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে দেখা মিলেছিল শত শত তারার ঝলকানি। বলিউডের তারকাদের পাশাপাশি সেই অনুষ্ঠানে যোগ দেন অনেক বিদেশি তারকারাও।

বিয়ের সব আনুষ্ঠানিকতা এখনও শেষ না হলেও সেখানে তারকাদের আচরণে স্পষ্ট হয়েছে বেশ কিছু বিষয়। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক খারাপ বলে জোর গুঞ্জন উঠেছে আবারও, যা নিয়ে এখনও চলছে বিস্তর আলোচনা। এর মাঝে ঐশ্বরিয়ার সঙ্গে অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনের জড়ানো মুহূর্ত ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

গ্যান্ড ওয়েডিং আসর থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা দীপিকাকে দেখেই জড়িয়ে ধরছেন ঐশ্বরিয়া। জড়িয়ে থেকেই দীপিকার কানে কিছু বলেন তিনি। কী বলেছেন ঐশ্বরিয়া? প্রশ্ন নেটিজেনদের।

অনেকে আবার নানা মন্তব্যও করছেন। কেউ বলছেন, দীপিকার হবু মাতৃত্ব নিয়েই বুঝি পরামর্শ দিলেন আরাধ্যর মা ঐশ্বরিয়া। আর দুই অভিনেত্রীর আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন হৃত্বিক রোশন। ঐশ্বরিয়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি। শুধু দীপিকাই নয়, বর্ষীয়ান অভিনেত্রী রেখার সঙ্গেও আবেগঘন মুহূর্তে ধরা পড়েন ঐশ্বরিয়া।

বিয়ের আয়োজনের শুরু থেকেই আসর মাতিয়ে রাখেন নতুন বাবা হতে যাওয়া রণবীর সিং। মঞ্চে উঠে নেচে-গেয়ে উল্লাস করেন তিনি।

আর দীপিকা লাল টুকটুকে সাজে একাই হাজির হন বিয়ের আসরে। কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, সাবেকি সাজেই আসেন তিনি।

অন্যদিকে আম্বানিদের বিয়েতে দুই ভাগে বিয়ের আসরে হাজির হয় বচ্চন পরিবার। মেয়েকে নিয়ে একাই আসেন ঐশ্বরিয়া। এর আগে পুরো বচ্চন পরিবার হাজির হন আম্বানিদের লালগালিচায়। যদিও বিয়ের আসরে অভিষেক বচ্চনের পাশেই বসেছিলেন ঐশ্বরিয়া ও আরাধ্য।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।