এক দিকে পবিত্র শবে বরাত আজ, অন্যদিকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। একইদিনে আবার পহেলা ফাল্গুন।
সবার উদ্দেশ্যে শবে বরাত, পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। শাবনূর তার ফেসবুকে পোস্ট করা বার্তায় লেখেন, আজ পবিত্র শাবান মাসের মহিমান্বিত ও বরকতময় রাত, “শবে বরাত”। এ রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন।
পহেলা ফাল্গুন নিয়ে এ নায়িকা লেখেন, আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমন ঘটেছে। ফাল্গুনের বর্ণিল হাওয়ায় সবার জীবন ভরে উঠুক আনন্দে। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা।
স্ট্যাটাসের শেষে শাবনূর তার অনুরাগীদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘হ্যাপি ভ্যালেনটাইনস’। মন্তব্যের ঘরে সবাই এ নায়িকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। স্ট্যাটাসের সঙ্গে শাবনূর ৩টি ছবিও পোস্ট করেছেন।
শাবনূর দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে অভিনয়ে ফিরেছিলেন। ‘রঙ্গনা’ নামের সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির কাজ শেষ হয়নি। পরিচালক আরাফাত হোসাইন জানান, সিনেমাটির দৃশ্যধারণ অর্ধেকের বেশি শেষ হয়েছে।
শাবনূর ছাড়াও ‘রঙ্গনা’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশারসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এনএটি