ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

৮ বছর পর চিরকুট-এর নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, মে ১৪, ২০২৫
৮ বছর পর চিরকুট-এর নতুন অ্যালবাম

দীর্ঘ আট বছর পর চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ প্রকাশ করলো জনপ্রিয় ব্যান্ড চিরকুট। যেখানে রয়েছে দশটি গান।

শারমিন সুলতানা সুমির কথা-সুরে এগুলো তৈরি করেছে চিরকুট। আর এর মাধ‍্যমে দেশ বিদেশে চিরকুটের অগণিত শ্রোতাদের নতুন এ‍্যালবামের অপেক্ষা শেষ হলো।

ব্যান্ডটি জানায়, স্পটিফাই, এ‍্যাপল মিউজিক, ইউটিউব, ফেইসবুক মিউজিকসহ সকল স্ট্রিমিং প্ল‍্যাটফর্মে গানগুলো আজ থেকে শুনতে পারবেন শ্রোতোরা। আরও দুটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছে তারা।

নতুন অ্যালবাম প্রকাশ সম্পর্কে চিরকুট জানায়, ২৩ বছর এর পথচলায় চিরকুটের মূল শক্তি ছিল শ্রোতাদের ভালোবাসা। তার সাথে ছিল সকল প্রতিকূলতাকে পিছে ফেলে এগিয়ে চলা, নিজেদের, ক্রমাগত সৃষ্টিতে নিয়মিত নতুন গান, পরিশ্রম ও একাগ্রতা। আর এ সবের মূলে  ছিল ব্যান্ডের প্রতি আমাদের নিষ্ঠা আর নিঃস্বার্থ ভালোবাসা। আর তাই আমরা মনে করি ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। এমনিতে জীবন খুবই ছোট আর এই জীবনটাও ভালোবাসার  জন্য যথেষ্ট না। তাই এই অসীম স্পিরিটের সঙ্গে থাকতে; নানা আঙ্গিকের ভালোবাসাকে কেন্দ্র করে দশটি গান নিয়ে শ্রোতাদের জন্য চিরকুটের উপহার ‘ভালোবাসাসমগ্র’।

অ্যালবামের গানগুলো হল- দামী, হিয়া, উত্তরে ভাল না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায়, দরদী।

অ্যালবামটির মিউজিক প্রডিউস করেছে চিরকুট। কো-প্রডিউসার হিসেবে কাজ করেছে তরুণ প্রতিভাবান শিল্পী, প্রডিউসার জাকির আহমেদ। গানগুলোর মিক্স মাস্টার করেছেন ইফতি খাইরুল আলম শুভ এবং তার সহযোগী ছিলেন জাকির এবং ইয়ার হোসেন।  অ্যালবামের ৩টি গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। যেগুলো তৈরি  করেছে লাইভটুওয়েব এবং আফফান আজিজ প্রিতুল।

অ্যালবামের আর্ট ওয়ার্ক করেছেন রাকিব রহমান। গানগুলো রেকর্ড করা হয়েছে স্টুডিও কোকিল এবং বাটার রেকর্ডস-এ। পোস্ট  প্রডাকশন এর কাজ হয়েছে বাটার রেকর্ডস-এ।  বাকি গানগুলোর লিরিক্যাল ভিডিও দিয়ে ঘটছে অ্যালবামের দশটি গানেরই শুভমুক্তি।

চিরকুট জানায়, গান রিলিজের পাশাপাশি, অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ উপলক্ষে খুব শিগগিরই বিশেষ একক কনসার্টেরও পরিকল্পনা  করছে ব্যান্ডটি।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।