ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই টিনার সংসার ভাঙছে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, জুলাই ২২, ২০২৫
‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই টিনার সংসার ভাঙছে?

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। ভালোবেসে সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেছেন তিনি।

এখনো বিয়ের ৩ বছর পূর্ণ হয়নি। এরইমধ্যে গুঞ্জন, ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার!

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, হংসিকা তার মায়ের সঙ্গে আর সোহেল তার বাবা-মায়ের সঙ্গে থাকছেন।

কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। বিয়ের পর সোহেলের পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন হংসিকা। এত বড় পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া একটা বিষয় হয়ে উঠেছিল। পরে একই ভবনের অন্য অ্যাপার্টমেন্টে উঠেন এই দম্পতি। কিন্তু এখনো তাদের সমস্যা রয়েই গেছে।

এ বিষয়ে কথা বলতে হিন্দুস্তান টাইমস হংসিকার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এ অভিনেত্রী সাড়া দেননি। তবে সোহেল কাঠুরিয়াকে মেসেজ পাঠালে জবাব দেন তিনি। বিয়েবিচ্ছেদের কথা জানতে চাইলে সোহেল বলেন, ‘এ খবর সত্যি নয়। ’ আলাদা থাকছেন কি না, তা জানতে চাইলে সোহেল কাঠুরিয়া কোনো উত্তর দেননি।

২০২২ সালের ৪ ডিসেম্বর ভারতের জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন হংসিকা-সোহেল। এর আগে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে হংসিকাকে প্রোপোজ করেন সোহেল।

বিশেষ সেই মুহূর্তের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নায়িকা। দেখা গিয়েছিল, মোমবাতি এবং গোলাপের পাপড়ি দিয়ে আঁকা ভালোবাসার চিহ্নের মধ্যে দাঁড়িয়েছিলেন হংসিকা। আর তার সামনে হাঁটু গেড়ে বসে সোহেল। তার হাতে আংটির বাক্স। নদীর ঠিক পাশেই, পৃথক ফুলের ডেকোরেশন, তাতে ইংরেজিতে লেখা ‘ম্যারি মি’। ছবি পোস্ট করে হংসিকা লেখেন, ‘এখন এবং চিরদিন’।

প্রসঙ্গত, টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান।  হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন হংসিকা।

২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তামিল-হিন্দু ভাষার চারটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।