ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

তারিনকে পাগলের মতো ভালোবাসেন নাঈম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, জানুয়ারি ১৭, ২০১৫
তারিনকে পাগলের মতো ভালোবাসেন নাঈম! তারিন ও নাঈম

তারিন ও নাঈম বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। তারিনকে পাগলের মতো ভালোবাসেন নাঈম।

আর তারিন কাকে পছন্দ করেন। এটা জানতে চোখ রাখতে হবে ভালোবাসা দিবসের জন্য নির্মিত একটি নাটকে। প্রথমবার এ নাটকে একসঙ্গে অভিনয় করছেন তারা। নাটকের নাম ‘আনতারা’। ইফফাত আরেফিন মাহমুদ তন্বীর রচনায় এটি পরিচালনা করেছেন ফাহমিদা ইরফান।

এ নাটকে আরো একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। ব্যাংককের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। নাটকটি নিয়ে নাঈম বাংলানিউজকে বলেন, ‘তারিন আপার সঙ্গে কাজ করতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্যের। তার অভিনয়ের ভক্ত আমি। নার্ভাস লাগলেও আমি আশাবাদী কারণ তারিন আপা সাহায্য করছেন। তাই দুজনের এ নাটক দর্শকের জন্য একটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছি। ’

এখানে তারিনকে অন্তরা এবং নাঈমকে অতুনু চরিত্রে দেখবেন দর্শকরা। দৃকের প্রযোজিত ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ‘আনতারা’ নাটকটি খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।