পাবনা: প্রদীপ প্রজ্জ্বলন, নিরবতা পালন ও স্মৃতিচারণের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা প্রয়াত সুচিত্রা সেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে পাবনার নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় প্রয়াত সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তার আত্মার শান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পাবনা ড্রামা সার্কেলের আজীবন সদস্য সিরাজুল ইসলাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রাম দুলাল ভৌমিক, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুরশাদ সুবহানী, চিকিৎসক সরওয়ার জাহান ফয়েজ, পাবনা সিটি কলেজের প্রভাষক শামসুন্নাহার বর্ণা, সাংবাদিক উৎপল মির্জা, আখতারুজ্জামান আখতার, পাবনা ড্রামা সার্কেলের সভাপতি হাফিজ রতন প্রমুখ।
স্মরণসভায় বক্তারা প্রয়াত সুচিত্রা সেনের আত্মার শান্তি কামনা করেন। সেই সঙ্গে তাঁর প্রথম প্রয়ান দিবস উপলক্ষে তাঁর পাবনার পৈত্রিক বাড়িটিতে অবিলম্বে সুচিত্রা সেনের নামে একটি সংগ্রহশালা তৈরির দাবী জানান।
এছাড়া সন্ধ্যা ৭টায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার উদ্যোগে পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলানায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫