সেটা দেখানো হবে ‘রোড টু এভারেস্ট’-এ। এটি একটি তথ্যচিত্র।
কোন পথ ধরে, কোন কোন জনপদ পেরিয়ে, কীভাবে এভারেস্ট জয় করতে হয়; যাত্রা পথে করণীয়, বিঘ্ন, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুর চিত্রায়ন দেখানো হচ্ছে ‘রোড টু এভারেস্ট’ তথ্যচিত্রে। সঙ্গে থাকছে পাহাড়ি জনপদ, অধিবাসীদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে বিস্তর তথ্য। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন আল মনসুর ও কায়সার কাদের সেলিম।
‘রোড টু এভারেস্ট’ প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে প্রতি রবিবার বিকাল সাড়ে ৫টায়।
বাংলাদেশ সময় : ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫