বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের উদ্যোগে তৈরি হলো নতুন মিউজিক ভিডিও। ‘বাংলাদেশ’ শিরোনামের গানটিতে দেশের টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গনের ১৮ জন তারকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছে বিজয়চিহ্ন দেখিয়ে।
তারা হলেন অভিনেতা মোশাররফ করিম, আনিসুর রহমান মিলন, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অপু বিশ্বাস, অভিনেতা আরিফিন শুভ, অভিনেত্রী মাহিয়া মাহি, মৌটুসী বিশ্বাস, জয়শ্রী কর জয়া, অভিনেতা ফারুক আহমেদ, সাজু খাদেম, মুকিত জাকারিয়া, অ্যালেন শুভ্র, অভিনেত্রী শবনম ফারিয়া, অভিনেতা তৌসিফ মাহবুব, কাজী আসিফ, অভিনেত্রী ঈশিকা, তাসনুভা তিশা ও অভিনেতা রাজু।
গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি ও কণ্ঠশিল্পী কর্নিয়া। এর সুর আর সংগীতায়োজনও করেছেন আরফিন রুমি। তারা মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন। গানটি লিখেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্পেশাল করেসপন্ডেন্ট (হেড অব বিনোদন) জনি হক।
ক্রিকেট, বাংলাদেশে ক্রিকেট উন্মাদনা, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণ ও স্বপ্নের আকাঙ্ক্ষাকে তুলে ধরে গানটি নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
‘বাংলাদেশ' গানটি তৈরির পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে বাংলানিউজের বিনোদন বিভাগ এবং নির্মাণ প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। ভিডিওটি সম্পাদনা করেছেন সবুজ খান, অ্যানিমেশন সাজিয়েছেন শফিকুল ইসলাম।
* ওপরের ছবিতে (ওপরে বাঁ থেকে) জয়শ্রী কর জয়া, সাজু খাদেম, মম (নিচে বাঁ থেকে) ফারুক আহমেদ, মৌটুসী বিশ্বাস ও মুকিত জাকারিয়া
* ওপরের ছবিতে (ওপরে বাঁ থেকে) কাজী আসিফ, শবনম ফারিয়া, তৌসিফ মাহবুব (নিচে বাঁ থেকে) তাসনুভা তিশা, ঈশিকা ও রাজু
* বাংলানিউজের ‘বাংলাদেশ’ গানের মিউজিক ভিডিও লিংক :
বাংলাদেশ সময় : ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
** বিশ্বকাপ ক্রিকেট নিয়ে গাইলেন আরফিন রুমি ও কর্নিয়া