ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

টিভি অনুষ্ঠানে পারভেজ ও সীমানার মালাবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, জানুয়ারি ১৯, ২০১৫
টিভি অনুষ্ঠানে পারভেজ ও সীমানার মালাবদল পারভেজ ও সীমানা

দীর্ঘদিন প্রেমের পর গত বছরের জুনে বিয়ে করে থিতু হয়েছেন কণ্ঠশিল্পী পারভেজ ও অভিনেত্রী সীমানা। তাদের বিয়ের মালাবদল আবার ঘটেছে এশিয়ান টিভির ‘সেদিন দুজনে’ অনুষ্ঠানে।

এখানে অতিথি ছিলেন তারা। আড্ডার ফাঁকে তারা একে অপরের গলায় মালা পরিয়ে দেন।

পারভেজ বাংলানিউজকে বলেন, ‘আড্ডাটা আমরা খুব উপভোগ করেছি। তাই জনসমক্ষে আনুষ্ঠানিকভাবে মালাবদল করলাম। সামনে ভালোবাসা ‍দিবস উপলক্ষে আরটিভির একটি অনুষ্ঠানে আমরা একসঙ্গে অংশ নিয়ে প্রেমের গল্প করবো। এটি উপস্থাপনা করবেন শান্তা রহমান। ’

পারভেজ ও সীমানার প্রেম ও চুপিসারে বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছিলো। এ ছাড়া দুই পরিবারও শুরুতে অভিমান করেছিলো এই সম্পর্ককে ঘিরে। এখন অবশ্য সব ঝামেলা কাটিয়ে বেশ ভালো আছেন পারভেজ ও সীমানা দম্পতি। পারভেজ নিয়মিত গাইছেন, সীমানা কম হলেও অভিনয়টা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময় : ০২০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।