ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

লিফটে আটকে গেলেন সানি লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জানুয়ারি ১৯, ২০১৫
লিফটে আটকে গেলেন সানি লিওন লিফট থেকে বের হচ্ছেন সানি লিওন

লিফট থেমে গেছে মাঝপথে। ভেতরে আটকে আছেন সানি লিওন।

লিফটের ভেতর বন্দি হয়ে পড়লে সবাই আঁতকে ওঠে। তবে তার সঙ্গে তখন ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার আর ব্যবস্থাপক।

সানি ও ড্যানিয়েল একসঙ্গে ম্যানডেট সাময়িকীর জানুয়ারি সংখ্যার প্রচ্ছদ হয়েছেন। গত ১৭ জানুয়ারি মুম্বাইয়ে এর প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়েই অনাকাঙ্ক্ষিত ওই পরিস্থিতির মুখোমুখি হন তারা।

লিফটের ভেতর অনেকক্ষণ ধরে সানির আটকে যাওয়ার খবর জেনে আয়োজকরা টেকনিশিয়ান ডেকে লিফটের দরজা ভেঙে বের করেন তিনজনকে। অবশ্য বাইরে বেরিয়ে কোনো রাগ দেখাননি সানি। উল্টো ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে সতেজ ও হাসিমুখে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।