ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

নীলে নীলে মৌসুমী হামিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, জানুয়ারি ১৯, ২০১৫
নীলে নীলে মৌসুমী হামিদ

ওপরে দূর আকাশের নীল সামিয়ানা, নিচে নীল রঙা ঝলমলে পোশাকে মৌসুমী হামিদ। নীলে নীলে মিলে যেন নীলাঞ্জনা হয়ে উঠলেন তিনি! এটি সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ছবির দৃশ্য।

কাপ্তাইয়ের বিভিন্ন জায়গায় সম্প্রতি এর দৃশ্যধারণ হয়েছে। ছবিটিতে মৌসুমীর সহশিল্পী সায়মন সাদিক।

এ ছাড়া মৌসুমী হামিদের হাতে আছে ‘ব্ল্যাকমেইল’ ছবিটি। এতে তার নায়ক আনিসুর রহমান মিলন। এর আগে তিনি প্রশান্ত অধিকারীর ‘হাডসনের বন্দুক’ ও আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ ছবিতে অভিনয় করেছেন। সবই আছে মুক্তির অপেক্ষায়।

ছোট পর্দার চেয়ে এখন রূপালি স্বপ্নই বেশি দেখছেন মৌসুমী হামিদ। নিজের চলচ্চিত্র ভাবনা জানাতে গিয়ে তিনি বাংলানিউজকে বললেন, ‘প্রত্যেক অভিনয়শিল্পীই বড় পর্দাকে গুরুত্ব দেন। আমিও তাদের বাইরে নই। আমার জায়গা থেকে ছবিতে মন দিয়ে কাজ করছি। আশা আছে, অনেকদূর যেতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।