ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ভিশন থিয়েটারের ‘গালিভারের সফর’ রোববার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, জানুয়ারি ২৩, ২০১৫
ভিশন থিয়েটারের ‘গালিভারের সফর’ রোববার

ঢাকা: ভিশন থিয়েটারের নবম প্রযোজনা মঞ্চনাটক ‘গালিভারের সফর’ মঞ্চস্থ হতে যাচ্ছে।

আগামী ২৫ জানুয়ারি (রোববার) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে।



আবুল মনসুর আহমদের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন গোলাম সারোয়ার এবং নির্দেশনা দিয়েছেন গোলাম শাহারিয়ার সিক্ত।

উদ্বোধনী মঞ্চায়ন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন- ভিশন থিয়েটারের পরিচালকমণ্ডলীর সদস্য হারুনূর রশীদ।

এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী এবং সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।