ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

১৫ নৃত্যনাট্য নিয়ে এক উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, জানুয়ারি ২৫, ২০১৫
১৫ নৃত্যনাট্য নিয়ে এক উৎসব দৃশ্য : মায়ার খেলা

উৎসব ৫ দিনের। নৃত্যনাট্য প্রদর্শিত হবে ১৫টি।

দেশের প্রতিষ্ঠিত নৃত্য পরিচালকদের এসব নৃত্যনাট্য দেখা যাবে শিল্পকলা একাডেমীতে। ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় নৃত্যনাট্য উৎসব। শিল্পকলা একাডেমী ও নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে উৎসবটি এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।

দেখানো হবে ‘হাজার তারের বীণা’, ‘মহুয়া’, ‘মায়ার খেলা’, ‘কবর’, ‘দ্রোহকাল’, ‘ভানু সিংহের পদাবলী’, ‘ব্যাটল অব বাংলাদেশ’ সহ ১৫টি নৃত্যনাট্য। এগুলো পরিচালনা করছেন ফারজানা চৌধুরী বেবী, মাকসুদুল আলম মিল্টন, শুভ্র দে, এনামুল হক, বেলায়েত হোসেন খান, ফাতেমা কাশেম, দীপা খন্দকার, নীলাঞ্জনা জুঁই, গোলাম মোস্তফা খান, শামীমা হোসেন প্রেমা, আমানুল হক, ল্যাডলী মোহন মৈত্র, মীনু হক, সুলতানা হায়দার ও ওয়ার্দা রিহাব। ৫দিনের এ উৎসবে প্রতিদিন ৩টি করে নৃত্যনাট্য মঞ্চে উঠবে।

উৎসব উদ্বোধন করা হবে ২৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। প্রধান অতিথি হিসেবে থাকবেন আসাদুজ্জামান নূর। থাকবেন ড. রণজিৎ কুমার বিশ্বাস, রাহিজা খানম ঝুনু, মীনু হক প্রমুখ। সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী।

বাংলাদেশ সময় : ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।