ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

বিনোদন

দীপিকার জন্য প্রিয়াঙ্কার বিশেষ উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, জুলাই ২৫, ২০১৫
দীপিকার জন্য প্রিয়াঙ্কার বিশেষ উপহার প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন

আমেরিকায় গিয়ে নিজের জন্য নাচের সাজসরঞ্জাম কিনেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে বাড়তি এক সেট নিয়ে এসেছিলেন তিনি।

দীপিকা পাড়ুকোনকে সেটা উপহার দিয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’তে একসঙ্গে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। তালে তাল মিলিয়ে নেচেছেনও তারা। ব্যক্তিজীবনে তারা ভালো বন্ধু। তাই কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঈর্ষার ছাপ দেখা যায়নি বলে জানান নৃত্যপরিচালক শম্পা।

ছবিটিতে প্রিয়াঙ্কা ও দীপিকা দু’জনই অভিনয় করছেন রণবীর সিংয়ের বিপরীতে। প্রিয়াঙ্কা আছেন বাজিরাওয়ের স্ত্রী কাশিবাইয়ের ভূমিকা। আর দীপিকার চরিত্রটি বাজিরাওয়ের মন কেড়ে নেওয়া মাস্তানির। এটি মুক্তি পাবে চলতি বছরের ১৮ ডিসেম্বর।

বাংলাদেশ সময় : ১৫৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।