ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

বিনোদন

রুপন্তী এবার উপস্থাপনায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জুলাই ২৫, ২০১৫
রুপন্তী এবার উপস্থাপনায় রুপন্তী

রুপন্তী বাংলাদেশের মেয়ে। থাকেন অস্ট্রেলিয়ায়।

বাবা-মা দু’জনই এদেশের। তারাও অস্ট্রেলিয়া প্রবাসী। বিদেশের মাটিতে বেড়ে উঠলেও, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে তার ঘনিষ্ঠতা প্রবল। দেশে মাঝে মধ্যে এসে বেশকিছু টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

মাহফুজ আহমেদ, সকাল আহমেদ, সাগর জাহান, লিটু করিম- তাদের পরিচালনায় কাজ করেছেন রুপন্তী। এবার তিনি উপস্থাপনায় এলেন।

অনুষ্ঠানের নাম ‘আর ট্রাভেলস’। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ঘুরছে অনুষ্ঠানটির ক্যামেরা। তবে পরবর্তীতে বিভিন্ন দেশের দর্শনীয় স্থানগুলো দর্শকদের সামনে তুলে ধরা হবে- এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির নির্মাতা আকিদুল ইসলাম।

এটি তৈরি হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান বাসভূমির ব্যানারে। আরটিভিতে ৬ আগস্ট থেকে এর প্রচার শুরু হবে। প্রতি বৃহস্পতিবার রাত ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এটি। ‘আর ট্রাভেলস’-এ রুপন্তীর সঙ্গে উপস্থাপনায় আরও থাকছেন সামান্তা।



বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, জুলাই ২৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।