ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

শুটিংয়ে অগ্নিকান্ড, কী করলেন অমিতাভ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, অক্টোবর ১০, ২০১৫
শুটিংয়ে অগ্নিকান্ড, কী করলেন অমিতাভ? অমিতাভ বচ্চন

অনেকদিন পর আবার ছোটপর্দায় ফিরছেন অমিতাভ বচ্চন। ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’ নামের অনুষ্ঠানটির প্রথম দিনের দৃশ্যধারণেই ঘটলো বিপদ।

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) মুম্বাইয়ে এর সেটে আগুন লাগে। তখন তিনি সেখানে ছিলেন।

জানা গেছে, স্টুডিওর একটি লাইট বেশি উত্তপ্ত হয়ে ফেটে যাওয়ায় এই অগ্নিকান্ড ঘটে। এ কারণে পৌনে এক ঘণ্টা কাজ বন্ধ ছিলো। আগুনে ভয় পেয়ে নিরাপদ স্থানে সরে যাননি বিগ বি। উল্টো মঞ্চে দাঁড়িয়েই কলাকুশলীদেরকে শান্ত করেছেন ৭২ বছর বয়সী এই অভিনেতা। আগুন নিয়ন্ত্রণে আনার পর আবার দৃশ্যধারণ শুরু হয়।

‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’র মাধ্যমে ১৫ বছর পর স্টার প্লাসে ফিরছেন অমিতাভ। তবে এটা কি ধরনের অনুষ্ঠান তা জানানো হয়নি। অবশ্য এর ট্রেলার মুক্তি পেয়েছে এরই মধ্যে। এতে দেখা যায়, একটি লিফটের ভেতরে কিংবদন্তি এই অভিনেতা নাচছেন। এর প্রিমিয়ার হবে আগামী ১৮ অক্টোবর। এর প্রথম পর্বে থাকছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।