ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কোল্ডপ্লে ব্যান্ডের ভিডিওতে ওবামার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
কোল্ডপ্লে ব্যান্ডের ভিডিওতে ওবামার গান বারাক ওবামা ও কোল্ডপ্লে ব্যান্ড

চলতি বছরের শুরুতে ক্লেমেন্তা সি পিঙ্কনিতে এক গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহতদের শেষকৃত্য অনুষ্ঠানে গেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেটা ব্যবহার করা হলো কোল্ডপ্লে ব্যান্ডের নতুন ভিডিওতে।

চলতি সপ্তাহে এটি ইউটিউবে প্রকাশ হওয়ার কথা।

‘অ্যা হেড ফুল অব ড্রিমস’ শিরোনামের গানে ওবামার সংগীত পরিবেশনের ভিডিও যুক্ত করার বিশেষ অনুমতি দিয়েছে হোয়াইট হাউস। ব্রিটিশ ব্যান্ডের ভিডিওতে ওবামার এই যুক্ত হওয়াটা চমকে দিয়েছে অনেককে।

কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন বলেছেন, “ইংরেজি কবি জন নিউটনের ‘অ্যামেজিং গ্রেস’ গির্জায় পরিবেশন করছেন ওবামা, এই ক্লিপ পেয়েছি আমরা। তিনি যা করে দেখিয়েছেন তা স্মরণীয় ঘটনা। তাছাড়া হারিয়ে যাওয়া কিন্তু খুঁজে পাওয়ার বার্তা রয়েছে এতে। ”



বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।